নীতিশ বড়ুয়া :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁহ ও রামু উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
৭ অক্টোবর সোমবার সন্ধ্যা থেকে কক্সবাজার সদরের ঈদগাঁহ ও রামুর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এমপি কমল বলেন,প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি এবং আমরা চাই আমাদের দেশে শান্তি বজায় থাকুক। এদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি- এ ধরনের যেসব ব্যাধি সমাজকে নষ্ট করে, দেশকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, পরিবারের জীবনকে অতিষ্ঠ করে, তা যেন না থাকে এবারে শারদীয় দুর্গাপুজায় আমাদের প্রত্যাশা থাকবে।
পরিদর্শনকালে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, প্রশাসনিক, সামিজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
####নীতিশ বড়ুয়া। ০৭/১০/২০১৯