প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্টান প্রথমার উদ্যোগে চতুর্থবারের মতো ৬ দিন ব্যাপী বইমেলা শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর থেকে। শহরের ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি (শহীদ দৌলত ময়দান) মিলনায়তনে বিকাল ৩ টায় বইমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। মেলা চলবে আগামী ২০ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।
বিগত বছরগুলোতেও একই স্থানে প্রথমার উদ্যোগে ৬ দিন ব্যাপী বইমেলা অনুষ্টিত হয়েছিল। তখন বিপুল সংখ্যক বইপ্রেমী মানুষের সমাগম ঘটেছিল।
মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনের বই এবং দেশি বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকবে।প্রথমা প্রকাশনের বই কিনলে ছাড় থাকবে ৩০% থেকে ৬০%। এছাড়াও বেঙ্গল প্রকাশনীর বইতে ছাড় থাকবে ২৫% থেকে ৫০% এবং অন্যান্য প্রকাশনীর বইতে ছাড় দেয়া হবে ২৫ %। বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা আয়োজনে সহযোগিতা দিচ্ছে প্রথম আলো বন্ধুসভা।
বইমেলার সফল বাস্তবায়ন নিয়ে শনিবার বিকালে ঝাউতলাস্থ প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্টিত হয়েছে। বন্ধুসভা জেলা কমিটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিল বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
বক্তব্য দেন, বন্ধুসভার জেলা কমিটির সহ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ফারিয়াল মৌমিতা পুষ্পি, উপ সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক, বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইফতেখার বুলবুল তানজিদ, সাধারণ সম্পাদক মুরাদ মোক্তাদির তোহা, বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, মোজাহেদ আলী, মোহাম্মদ ফাহিম, আজিজুর রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ মোরশেদ হাসেম উদ্দিন, আশফাক উদ্দিন প্রমুখ।
বইমেলা আয়োজন কমিটির আহবায়ক ও বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল বলেন, ইতিমধ্যে বইমেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বইমেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা জীবন ও রাজনীতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামীলীগ, বিএনপির রাজনীতি, বিজ্ঞান, গণিত, ভ্রমণ কাহিনী, শিশু কিশোর উপন্যাস, বাংলা সাহিত্যসহ নানা বিষয়ে বইয়ের সমাহার থাকবে।
এর আগে সভায় ডিসেম্বরে গাজীপুরে অনুষ্ঠিতব্য বন্ধুসভার জাতীয় সমাবেশে অংশ নেয়ার প্রস্তুতি সহ নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।