হাফিজুল ইসলাম চৌধুরী :
টানা দ্বিতীয়বারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ হলেন রামু থানার ওসি মো. আবুল খায়ের।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজার পুলিশ লাইন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিপিএম, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও সর্বোপরি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখায় রামু থানার ওসি মো. আবুল খায়েরকে শ্রেষ্ঠ থানার সম্মাননা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বাবুল চন্দ্র বণিক, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি মো. আবুল খায়েরের নেতৃত্বে গতমাসেও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি আদায় করেছিল রামু থানা। সম্মাননা প্রাপ্তিতে ওসি মো. আবুল খায়ের বলেন, সকল উদ্ধর্তন স্যারদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগীতায় –এ প্রাপ্তি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। রামুর সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে তিনি সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।