নিজস্ব প্রতিবেদক, রামুঃ
গ্রামের গরীব মানুষের ব্যয় সাধ্যের মধ্যেই চিকিৎসা সেবা দিতে হয়। স্বাস্থ্য সেবার প্রধান একটি সমস্যা ডায়াগনস্টিক ব্যবস্থা। ডায়াগনস্টিক সেবা যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, গরীব মানুষ যেন সহজেই চিকিৎসা সেবা পায় নজরদারি থাকতে হবে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রামু উপজেলা পরিষদচেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এ কথা বলেন।
বি এম এ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে পরিচালক ডা. মো. মাহাবুবুর রহমান উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি’র বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু’র সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হোছাইন আহমদ আনছারী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন প্রমুখ।
রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে পরিচালক অধ্যাপক ছৈয়দ আকবরের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন, পরিচালক সমন্বয়কারী রাশেদুল আলম ও গোলাম মওলা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, মৌলানা মো. আবদুল্লাহ।
রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালকঅধ্যাপক ছৈয়দ আকবর জানান, এই হাসপাতালে সার্বক্ষনিক বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিবেন। অভিজ্ঞ মেডিকেল অফিসার দ্বারা আউটডোর রোগীর সেবা প্রদান, ফার্মেসী সেবা চালু, অত্যাধুনিক ডিজিটাল র্যাব, ২০০ এম. এ ডিজিটাল এক্স-রে, ফোর ডি কালার আল্ট্রাসনোগ্রাফী, বায়ো কেমিষ্ট্রি এনালাইজার, ইসিজি, হেমোটোলজি এনালাইজার, বিদেশ গমন ইচ্ছুক যাত্রীদের মেডিকেল চেকআপ ও সুদক্ষ নার্সিং সেবা পাবে সাধারণ মানুষেরা।তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় গ্রামাঞ্চলে আধুনিক চিকিৎসা সুবিধা দিতেই রামু মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের যাত্রা শুরু হয়েছে। গ্রামের মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। আমরা সর্বস্তরের সহযোগিতা চাই।