ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেটের চরম কষ্ট আর দুঃখের এক দিন গেল। ম্যাচ ফিক্সিংয়ের মত স্পর্শকাতর এক ইস্যুর তথ্য গোপন করার দায়ে সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
সাকিবের মত একজন খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসির যে অভিযোগ, সেটা শুনে স্তম্ভিত বিস্মিত দেশের কোটি ক্রিকেট ভক্ত। গত রাতে যারা খবরটার আঁচ পেয়েছেন, তাদের ছটফট করেই কেটেছে রাত। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর তো সে ছটফটানি রূপ নিয়েছে চাপা কান্নায়।
ভক্ত সমর্থকদেরই যখন এই অবস্থা, সাকিবের সতীর্থ বন্ধুদের অবস্থা কেমন, সহজেই অনুমান করা যাচ্ছে। ইতিমধ্যেই সাকিবকে সহানুভূতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহীম, মুমিনুল হক, তাসকিন আহমেদের মত সতীর্থরা।
তবে মাশরাফি তো বরাবরই আলাদা। যাকে ভাবা হয়, দলের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। টাইগার ওয়ানডে অধিনায়কের ফেসবুক স্ট্যাটাসটিও ছিল তেমনই।
যেখানে মাশরাফি সতীর্থ সাকিবকে সাহস দিয়ে লিখেছেন,
‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’
সূত্রঃ জাগোনিউজ