প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ
ত্রৈমাসিক বর্ষাব্রতের পরিসমাপ্তিতে আসে শুভ প্রবারণা পূর্ণিমা। প্রবারণা উদযাপনের মধ্য দিয়েই বিহার থেকে বিহারে শুরু হয় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের পুণ্যযাত্রা। এই পুণ্যযাত্রা চলে মাসব্যাপী। দিকে দিকে জাগে শূচিতা। চারদিকে অনুরণিত হয় অহিংসার মর্মবাণী।
অতীতের ধারাবাহিকতায় এ বছরও প্রবারণা উদযাপনের পরের দিন থেকেই দেশব্যাপী শুরু হয়েছে শুভ কঠিন চীবর দানোৎসব। একই ধারাবাহিকতায় আগামীকাল (১ নভেম্বর), শুক্রবার প্রতি বছরের ন্যায় এ বছরও ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে উদযাপিত হতে যাচ্ছে দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসব।
অনুষ্ঠানের আগের দিন (৩১ অক্টোবর) বিকালে রাঙ্গামাটি থেকে আগত বিশেষ তাঁতশিল্প দল মূল কঠিন চীবর বুননের কাজ শুরু করবেন। পঞ্চাশ সদস্যের উক্ত দল আজ ভোর রাতে (৩১ অক্টোবর) ইতিমধ্যে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে চলে এসেছেন।
অনুষ্ঠানে একুশে পদকে ভূষিত, মাননীয় উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের পূজনীয় অধ্যক্ষ, সদ্য মহাপ্রয়াণে শায়িত পÐিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের নির্বাণশান্তি কামনায় এক মাস উপলক্ষে নবপ্রতিষ্ঠিত মুচলিন্দ বুদ্ধপ্রতিবিম্ব-এর জীবন্যাস, অষ্টপরিষ্কারসহ সংঘদানের আয়োজন করা হচ্ছে।
দিনব্যাপী কর্মসূচীর প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন ভদন্ত বিজয় রক্ষিত মহাথের। প্রধান অতিথির আসন অলংকৃত করবেন দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা দান করবেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন উ পঞ্ঞাবর মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু-সদর ০৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা দান করবেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কমপ্লেক্সের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথের।
সমগ্র অনুষ্ঠানে আরো বহু প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ধর্মদেশনা দান করবেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
শুভ কঠিন চীবর দান-২০১৯ উদযাপন পরিষদের আহবায়ক তপু বড়ুয়া এবং সদস্য সচিব ছোটন বড়ুয়া জানান, গ্রামের যুব সমাজের আয়োজনে, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটি ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এবারের শুভ কঠিন চীবর দান উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য, এবারের অনুষ্ঠানের দাতা হয়েছেন রামু হাইটুপী নিবাসী প্রয়াত কাশি মোহন বড়ুয়ার পরিবারবর্গ। অনুষ্ঠানের দাতার পরিবারের পক্ষ থেকে সাজু বড়ুয়া বলেন, অনুষ্ঠানের আয়োজনকারী পাড়ার যুব সমাজ অত্যন্ত আন্তরিকতা এবং উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সুচারুরূপে প্রতিটি কাজ সম্পন্ন করছেন। আশা করি একটি সফল এবং বর্ণাঢ্য অনুষ্ঠান হবে।