সোয়েব সাঈদঃ
রামুতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল ভ্ইূয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবু মোতালেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাদেকুর রহমান প্রমূখ। এতে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, রামু উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ছৈয়দুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রশিক্ষত যুবদের হাতে যুব ঋণের চেক বিতরণ করেন।