খালেদ শহীদ, রামুঃ
রামুতে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৭৪০ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষা দিচ্ছে। মহাসড়ক-গ্রামীণ সড়কে যানজট বা দ্রæতগতির অস্থিরতা। তৎমধ্যে ১ হাজার ৭৯৮ জন ছাত্র, ২ হাজার ৯৪২ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যাই বেশী। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে হলে উপস্থিত হতে পারবে কিনা এ নিয়েও দুশ্চিন্তায় শিক্ষক-পরীক্ষার্থী, অভিভাবকরা। পরীক্ষার্থীরা যেন যানজটে না পড়ে, সঠিক সময়ে হলে পৌঁছে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষার্থী-অভিভাবকরা।
আজ শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর জেএসসি, জেডিসি ও কারিগরি শিক্ষা পরীক্ষা। শেষ হবে ১১ নভেম্বর।
এবারে রামু উপজেলায় ২০টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা, ৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৩ হাজার ৭৮ জন, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ১ হাজার ১৭৫ জন ও কারিগরি পরীক্ষায় ৪৮৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুল্লাহ জানান, পরীক্ষার্থীরা সার্বিক নিরাপত্তায় ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে, এ জন্য সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষার্থীরা নির্বিগ্নে যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং নকলমুক্ত পরিবেশে দিতে পারে এ বিষয়ে সর্তক রয়েছে প্রশাসন। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সচিব ব্যতিত কেউ পরীক্ষা হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। হলে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা ও নকল প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সব ধরনের ফটোকপির দোকান বন্ধ রাখার নিদের্শনা রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রের ১ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০১ জন ছাত্র, ৮০২ জন ছাত্রী। তৎমধ্যে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন ছাত্র ও ৮৯ জন ছাত্রী। আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন ছাত্র ও ৯৬ জন ছাত্রী। রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ২৮৭ জন ছাত্রী। মনছুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলের ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন ছাত্র ও ৫৯ জন ছাত্রী। ধেচুয়াপালং উচ্চ বিদ্যালয়ের ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন ছাত্র ও ৯৪ জন ছাত্রী। এ কে আজাদ উচ্চ বিদ্যালয়ের ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী। বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন ছাত্র ও ৩২ জন ছাত্রী। রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন ছাত্র ও ১৯ জন ছাত্রী। রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্র ও ১১ জন ছাত্রী। সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন ছাত্র ও ২৬ জন ছাত্রী। পেছাঁরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
রামু উচ্চ বালিকা বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রের ৭৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০২ জন ছাত্র, ৩৭০ জন ছাত্রী। তৎমধ্যে জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন ছাত্র ও ৮৮ জন ছাত্রী। আল ফুয়াদ একাডেমীর ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন ছাত্র ও ৬৪ জন ছাত্রী। দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন ছাত্র ও ৮০ জন ছাত্রী। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন ছাত্র ও ৬৯ জন ছাত্রী। চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন ছাত্র ও ৬৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রের ৫৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জন ছাত্র, ৩৬৩ জন ছাত্রী। তৎমধ্যে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন ছাত্রী। নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন ছাত্র ও ১৪৩ জন ছাত্রী। জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন ছাত্র ও ৯৩ জন ছাত্রী। উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
গর্জনিয়া উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রের ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪১ জন ছাত্র, ২৫২ জন ছাত্রী। তৎমধ্যে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জন ছাত্র ও ১৪৬ জন ছাত্রী। কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন ছাত্র ও ১০৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
এ ছাড়া বাইশারী উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে ঈদগড় এম বি উচ্চ বিদ্যালয়ের ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন ছাত্র ও ৯২ জন ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নিবে।
মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রের ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৩ জন ছাত্র, ৪৭৪ জন ছাত্রী। তৎমধ্যে মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’র ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জন ছাত্র ও ৭৬ জন ছাত্রী। মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা’র ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্র ও ৭৪ জন ছাত্রী। ঈদগড় বদরমোকাম জেএফডি মাদ্রাসা’র ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী। আবুবক্কর ছিদ্দিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র ১৩৩ জন ছাত্রী। রহমানিয়া মদিনাতুল উলূম দাখিল মাদ্রাসা’র ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী। দক্ষিণ মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী।
রাজারকুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র ৪৮ জন ছাত্রী। তামিরুল উম্ম¬াহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন ছাত্র ও ২৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রের ৫০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪ জন ছাত্র, ৩৭৪ জন ছাত্রী। তৎমধ্যে গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা’র ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন ছাত্র ও ১৬৯ জন ছাত্রী। গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’র ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন ছাত্র ও ১২৪ জন ছাত্রী। আল গিফারী আদর্শ দাখিল মাদ্রাসা’র ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন ছাত্র ও ৮১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
রামু টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউট কারিগরী পরীক্ষা কেন্দ্রে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৮ জন ছাত্র ও ৮৬ জন ছাত্রী এবং রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কারিগরী শাখার ২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন ছাত্র ও ১২৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।
রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুল্লাহ জানান, রামু উপজেলায় জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৭৪০ জন শিক্ষার্থী জেএসসি, জেডিসি ও কারিগরি শিক্ষায় পরীক্ষা দিবে। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়, রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় ও গর্জনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে জেএসসি, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি এবং রামু টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউট ও রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কারিগরী শাখার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবে। উপজেলা সদর থেকে দূরবর্তী হওয়ায় বাইশারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ঈদগড় এম বি উচ্চ বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষার্থীয় অংশ নেবে।