অনলাইন ডেস্কঃ
সারাদেশে একযোগে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার তিন হাজার ৪৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। অনুপস্থিতির এ সংখ্যা গতবারের তুলনায় ৪৬৫ জন বেশি। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কারণে এবার ড্রপ আউটের এই সংখ্যা বেড়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে জেএসসিতে ড্রপ আউটের সংখ্যা ছিল তিন হাজার ১৯৬ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষার প্রথম দিনে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় তিন হাজার ৪৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এবার চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৩১টি কেন্দ্রে এক লাখ ৮৫ হাজার ১১৩ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। আজ পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে এক লাখ ৮১ হাজার ৬৫২ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, চট্টগ্রাম জেলায় এক লাখ ২৮ হাজার ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২১৭৮ জন, কক্সবাজারে ৩০ হাজার ৮০৭ জনের মধ্যে অনুপস্থিত ৬২৭ জন, বান্দরবানে পাঁচ হাজার ৭৯৫ জনে অনুপস্থিত ১৪২ জন, রাঙামাটিতে ৯ হাজার ৫০৪ জনে অনুপস্থিত ২১৫ জন এবং খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ৭৮৪ জনের মধ্যে ২৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সূত্রঃ জাগোনিউজ