নিজস্ব প্রতিবেদক, রামুঃ
রামু-উখিয়ার প্রাচীন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর বুধবার হলদিয়াপালং অনুষ্ঠিত হবে। শুক্রবার (৮ নভেম্ব^র) বিকাল ৩টায় অনুষ্ঠিত ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উখিয়ার উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়াপালং সিকদারপাড়া এলাকায় শমশের আলী সিকদার প্রজন্ম পুরুষ মরহুম আবদুস সবুর সিকদারের (মনু সওদাগর) গৃহাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরী এ সভায় সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, সংগঠনের সহ-সভাপতি ও উখিয়া হলদিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহমুদুল হক সিকদার, সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, শমশের আলী সিকদার প্রজন্ম সদস্য হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল করিম সিকদার, রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটির আহবায়ক ও কক্সবাজার জেলা আইনজীবি সমিতি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. ইসহাক শাহরীয়ার চৌধূরী নিক্সন, চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম চৌধূরী, ফতেহ আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, মেহের আলী ল’কনসাল্টিং ফার্মের পরিচালক এডভোকেট তানভীর শাহ, শমশের আলী সিকদার প্রজন্ম কমিটির আহŸায়ক মোজাম্মেল হক সিকদার, হলদিয়াপালং পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসলাম, মরিচ্যা আইডিয়্যাল স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. আনোয়ার সিকদার প্রমুখ।
সভায় উপস্থিত প্রজন্ম পুরুষদের সার্বিক আলোচনা ও সম্মতিতে সিদ্ধান্ত হয়, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের ১৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়াপালং সিকদার পাড়া এলাকার শমশের আলী সিকদার প্রজন্ম পুরুষ মরহুম হাকিম মিয়া সিকদারের ছেলে ফজল করিম সিকদারের গৃহাঙ্গনে ১৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এ ইছালে ছওয়াব মাহফিল আয়োজনে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সকল সদস্যদের আন্তরিক সহযোগিতার অনুরোধ জানানো হয়।
মুক্ত আলোচনায় অংশ নেন, শমশের আলী সিকদার প্রজন্ম সদস্য ফজলুল হক সিকদার, দিদারুল আলম সিকদার, রফিক আলম, শাহ আলম, আবদুল আলী, মোক্তার আহমদ, মো. ইয়াসিন, মনজুর আলম, আবদুল গফুর, মো. ইসমাইল, কামাল উদ্দিন, শফিউল আলম, মো. রেজাউল করিম প্রমুখ।
মরহুম পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের জন্য দোয়া মাগফেরাত কামনায় সম্প্রীতি-ভ্রাতৃত্ব, আন্তরিকতা-শ্রদ্ধার সম্মিলনে অনুষ্ঠিতব্য ১৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে বংশের সকল প্রজন্ম সন্তানদের অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ।