নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার একটি ধাপ অতিক্রম করতে যাচ্ছে কক্সবাজার কে জি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবকের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নে শিক্ষার এ ধাপটি সাফল্যের সাথে অতিক্রম করবে। সন্তানকে নৈতিকতাবোধ ও মানবিক বিকাশের শিক্ষা দিতে হবে। মানবিক জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলেতে হবে আমাদের সন্তানকে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কক্সবাজার কে জি স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়, খতমে কোরআন ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় কক্সবাজার মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত পিইসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার কে জি এন্ড মডেল হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শাহীনুল হক মার্শাল।
কক্সবাজার কে জি স্কুলের অধ্যক্ষ হামিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, পিইসি পরীক্ষার্থীর অভিভাবক সাংবাদিক খালেদ শহীদ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আবদুস সালাম, মোশারফ হোসেন দুলাল প্রমুখ।
কক্সবাজার কে জি স্কুলের সহকারি শিক্ষক বেদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পলাশ গুপ্ত, তাহমিনা আকতার, রাহেলা আকতার, আফরোজা ফাতেমা খানম প্রমুখ।
অনুষ্ঠানে কক্সবাজার কে জি স্কুলের ১০৯ জন পিইসি পরীক্ষার্থীকে শিক্ষা সরঞ্জাম প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার কে জি এন্ড মডেল হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শাহীনুল হক মার্শাল। অনুষ্ঠানের সাবির্ক তত্তবধানে ছিলেন, ওই স্কুলের শিক্ষক রেখা নন্দী, সেলিনা মোস্তাক, পেন মিয়াং পামেন, নিলুফার ইয়াসমিন, সাবেকুন্নাহার, লুৎফুন নাহার, শিশু রাখাইন, কামরুন্নাহার, রশিদ আহমেদ, সাহেদা ইয়াসমিন, এস এম জহিরুল ইসলাম, তাসনুভা তাসনিম, রুহুল আমিন নিলয়।
কক্সবাজার কে জি স্কুলের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের শুরুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউতলা জামে মসজিদের ইমাম মাওলানা ওয়াহিদুজ্জান দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। বিদায় অনুষ্ঠানে কক্সবাজার কে জি স্কুলের পিইসি পরীক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।