ক্রীড়া ডেস্কঃ
ইরানে চলমান প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) কোয়ার্টার ফাইনালে লাল-সবুজ জার্সিধারীরা ৬২-৩৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ চারে। শুক্রবার সকালে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশের যুবারা।
টুর্নামেন্টের ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৪-১১ পয়েন্টে বিধ্বস্ত করেছিল আফগানিস্তানকে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ চাইনিজ তাইপেকে ৪৮-৩৬ পয়েন্টে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাম লিখিয়েছিল শেষ আটে।
জুনিয়র বিশ্বকাপ কাবডির প্রথম আসরে অংশ নেয় ১৩ টি দেশ। দেশগুলো হচ্ছে-ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ডেনমার্ক, আজারবাইজান, বাংলাদেশ, আফগানিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলংকা, ইরাক ও কেনিয়া।
সূত্রঃ জাগোনিউজ