হাফিজুল ইসলাম চৌধুরী :
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেছেন- সাধারণ মানুষের সব ভালো কাজ একসঙ্গে করলে অসাধারণ কিছু হয়। তিনি সাধারণ পরিবারের সন্তান হয়ে ইউএনও হতে পেরেছেন। এটা পরিশ্রমের ফসল। গরীব পরিবারের সন্তানরা বড় পদে যেতে পারবে না এমন কোন কথা নেই। তাই অভিভাবকদের সদা জাগ্রত থাকতে হবে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাছে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রণয় চাকমা এসব কথা বলেন।
প্রণয় চাকমা বলেন- মেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার কোন দরকার নেই। তাদেরকেও মানুষের মত মানুষ হতে হবে। রোধ করতে হবে বাল্যবিবাহ। মাঝিরকাটা প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়ন’সহ সামগ্রিক উন্নয়নে ইউএনওর ভূমিকা থাকবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম হুমায়ুন কবিরের আর্থিক অনুদানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পি.টি.এ কমিটির সভাপতি গোলাল আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন- গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমূখ।