নিজস্ব প্রতিবেদক, রামুঃ
রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের প্রজন্ম পুরুষ মুহাম্মদ ইছমাইল সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চিকিৎসার জন্য দুপুরে চট্টগ্রাম যাওয়ার পথে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, সাত ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, সামাজিক অঙ্গন ও আবদুল আলী সিকদার বংশসহ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় পূর্ব ধেচুয়াপালস্থ ‘দারিয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমাতি করেন, মাওলানা শফিকুর রহমান।
রামু-উখিয়ার প্রাচীন আবদুল আলী সিকদারের বংশের একাদশ পুরুষ মুহাম্মদ ইছমাইল সিকদার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং সিকদারপাড়া এলাকার মরহুম হাফেজ খলিলুর রহমানের একমাত্র ছেলে ও আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য।
নামাজে জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, পরিবারের পক্ষে আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আবুল মনসুর, সভাপতি নুরুল ইসলাম চৌধূরী, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য আবদুর রাজ্জাক সিকদার, হাফেজ মাহমুদুল হক, মরহুমের ছেলে আব্বাস উদ্দিন ও জালাল উদ্দিন বক্তব্য রাখেন। দোয়া মাগফেরাত সমাবেশ সঞ্চালনা করেন, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধূরী।
শোক প্রকাশ
রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য রামু’র মুহাম্মদ ইছমাইল সিকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আবুল মনসুর, সভাপতি নুরুল ইসলাম চৌধূরী, সহ-সভাপতি ও উখিয়া হলদিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহমুদুল হক সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, অর্থ সম্পাদক ও খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাফর আলম, যুগ্ম সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, ফতেখাঁরকুল’স্থ হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি’র মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক ফরিদুল আলম, সদস্য সচিব মো. ইয়াহিয়া, হলদিয়া পালংস্থ শমশের আলী সিকদার প্রজন্ম কমিটি আহ্বায়ক মো. মোজম্মেল হক সিকদার, সদস্য সচিব আনোয়ার উল হক সিকাদার, পূর্ব ধেচুয়াপালংস্থ জাফর আলী সিকদার প্রজন্ম কমিটি’র সদস্য সচিব মো. নাছির উদ্দিন সিকদার, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি আহ্বায়ক আজিজুল হক সিকদার, মাগনআলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক মো. সালাহউদ্দিন বাবুল, পশ্চিম ধেচুয়াপালংস্থ রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহাক শাহরীয়ার নিক্সন, ফতেখাঁরকুলস্থ ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটি’র আহ্বায়ক আবছার মিয়া, সদস্য সচিব মো. সালাহ উদ্দিন প্রমুখ।