নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বিকাল ৩টার দিকে উক্ত সভা শুরু হয়। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বাবু শুভংকর বড়ুয়া, সহ-সভাপতি বাবু মৃণাল বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু সাজু বড়ুয়া, বাবু সুনিত্য বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক বাবু কেতন বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক মিলন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া বিটু, প্রবাল বড়ুয়া, বাবু শ্যামল বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, তথ্যপ্রযুক্তি সম্পাদক বাবু শিপন বড়ুয়া প্রমূখ।
সভার শুরুতে মহাপ্রয়াণে শায়িত একুশে পদকে ভূষিত, বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, কক্সবাজার জেলা বৌদ্দ সুরক্ষা পরিষদের মাননীয় প্রধান উপদেষ্ঠা পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় পূজনীয় বড় ভান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখা বিলুপ্তি ঘোষণা পূর্বক নতুন পরিষদ গঠন, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের চকরিয়া বিষয়ক সাংগঠনিক সম্পাদক বাবু পটল বড়ুয়াকে মহেশখালী উপজেলার অতিরিক্ত সাংগঠনিক দায়িত্ব প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের উপজেলা শাখা সমূহের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দদের সাথে এক গুরুত্্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।