প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু আর্যসত্য মানব কল্যাণ সংস্থার উদ্যোগে সদ্যপ্রয়াত পন্ডিত শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের বড় ভান্তের নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বস্ত্রবিতরণ ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের।
ধর্মদেশক ছিলেন ভদন্ত করুণাশ্রী মহাথের,ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত শরনপ্রিয় থের, বিশিষ্ট লেখক-গবেষক ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত ধর্মপাল ভিক্ষু প্রমুখ।
উদ্বোধনী ভাষন দেন সংগঠনের সভাপতি ব্যোমকেশ বড়ুয়া,শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা তরুণ বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার এর সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া,অর্থ সম্পাদক নয়ন বড়ুয়া,তিলক বড়ুয়া,পলাশ বড়ুয়া,সুরেশ বড়ুয়া,সুজিত বড়ুয়া,সজল বড়ুয়া লুদু প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক রূপায়ন বড়ুয়া।
সভায় বক্তারা বলেন ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ মনীষা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশেপদকপ্রাপ্ত ত্রিপিটক বিশারদ প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের এর স্মৃতি সংরক্ষণের উদ্যেশ্যে ২০১৯ সালের ৫জুন সমাজকল্যাণমুলক প্রতিষ্ঠান ‘আর্যসত্য মানব কল্যাণ সংস্থা’ গঠিত হয়।