প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রতিবারের মতো এবারও কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হচ্ছে প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল দশটায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ পরীক্ষা চলবে।
আয়োজকেরা জানান,এবারের পরীক্ষায় রামু উপজেলার ১৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ২৫৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা’১৯ পরিচালনা পর্ষদের আহবায়ক মো. নজিবুল আলম ও সদস্য সচিব বেদারুল আলম।
উল্লেখ্য রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম’ ৯৫ এর শিক্ষা ট্রাস্টের উদ্যেগে ২০১৪ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।