ক্রীড়া ডেস্কঃ
তিনি সব সময়ই মিডিয়া বান্ধব। দেখা হলেই এক চিলতে হাসি মুখে সৌজন্য বিনিময় তার স্বভাব। সাংবাদিকদের সঙ্গে খোশ গল্প, ঠাট্টা-মশকরা, খুনসুটি এবং প্রাণখোলা আড্ডায় মেতে ওঠা তার নিত্যদিনের বিষয়। শেরে বাংলায় মাশরাফি আসা মানেই সাংবাদিকদের সঙ্গে প্রাণখোলা ও নির্মল আড্ডা।
বাসা মিরপুরে, সিটি ক্লাবের পাশেই। তাই প্র্যাকটিস, ফিটনেস ট্রেনিং করা ছাড়াও কখনো কখনো এমনি চলে আসেন শেরে বাংলায়। কিন্তু সাম্প্রতিক সময় সেভাবে আসা অনেক কমে গেছে। মাশরাফি হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেছেন! সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা একদম বন্ধ না হলেও কমে গেছে অনেকটাই।
দেখা হলে কথা বলছেন কম। আগের মতই হাসিমুখে কথা বলছেন। তবে আগের সেই প্রাণোচ্ছলতা কমে গেছে। আর যতটা সম্ভব মিডিয়া থেকে দূরেও থাকছেন। ফোন ধরছেন না বললেই চলে। হঠাৎ কেন এমন হলো? তবে কি কোন অভিমানে মিডিয়া থেকে দূরে সরে গেছেন মাশরাফি?
মিডিয়ার কাছের মানুষ মাশরাফি কী কারণে মিডিয়া থেকে দূরে? ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে উঠলো এ প্রশ্ন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাশরাফির ব্যাখ্যা, ‘ভালো সম্পর্ক থাকা তো সবসময়ই ভালো। আপনারা আপনাদের পেশাগত কাজ করবেন, আমিও আমার খেলা খেলবো। আপনাদের সাথে আমার মনে হয় সব খেলোয়াড়দেরই ভালো সম্পর্ক। পেশাগত দিক থেকে যখন প্রয়োজন পড়বে আপনাদের সামনে আসতেই হবে। বিশ্বকাপের পর আমি কোনো ধরনের ক্রিকেটে ছিলাম না যে আপনাদের সামনে এসে কথা বলবো।’
কুটনৈতিক ঢংয়ে উত্তরটা দিয়ে দিলেন তিনি। তবে, ঠিকমত জানা হলো না, সত্যিই কেন তিনি মিডিয়া থেকে নিজেকে এতটা দুরে সরিয়ে নিলেন।
সূত্রঃ জাগোনিউজ