নিজস্ব প্রতিনিধি :
আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে- শনিবার (১৪ ডিসেম্বর) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন- পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর, সহকারি শিক্ষক মাওলানা শাহজাহান, আতিকুল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে তা সার্থক হবে, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার কাজে ব্রতী হই, তাঁদের জীবনাদর্শকে নতুন প্রজন্মকে জানাতে পারি, কেন তাঁরা জীবন দিয়েছিলেন। তাঁরা যে উন্নত চিন্তা ও সমৃদ্ধ অর্থনীতির দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব, এই হোক শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার।