অনলাইন ডেস্কঃ
পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। শনিবার খাগড়াছড়ি পার্বত জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠক।
বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য বীর বাহাদুর উ শৈ সিং, সংসদীয় কমিটির সদস্য এবিএম ফজলে করিম, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
দীর্ঘ বৈঠকের পর বিকেল ৩টার দিকে কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রামে সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ ও আলাপ-আলোচনা চলছে। অচিরেই পাহাড়ের মানুষের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযথ প্রদক্ষেপ নেয়া হবে।
পার্বত্য এলাকায় স্থায়ী কমিটির এ ধরণের বৈঠক এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা বুঝতে সক্ষম হবে বলেও জানান তিনি।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য বীর বাহাদুর উ শৈ সিং জানান, পাহাড়ের উন্নয়ন ধারা আরও ত্বরান্বিত করতে পাহাড়ে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে যা দরকার সরকার তাই করবে।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ছাড়াও প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ জাগোনিউজ