প্রেস বিজ্ঞপ্তি
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রামু উপজেলা শাখা গঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় রামু চেরাংঘাটাস্থ উসাইসাইং রাখাইন বৌদ্ধ বিহারে (বড় ক্যাং) কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি মংথেনহ্লা।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে বুটিং রাখাইনকে সভাপতি, লংমং রাখাইনকে সহ সভাপতি, মংহ্লা রাখাইনকে সাধারণ সম্পাদক, অংছে রাখাইনকে সহ সাধারণ সম্পাদক, মংটিহ্লা রাখাইনকে অর্থ সম্পাদক, চহ্লা মং রাখাইনকে দপ্তর সম্পাদক, আবুসে রাখাইনকে সাংগঠনিক সম্পাদক, আবু রাখাইনকে মহিলা ও ছাত্র এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ক্যজলাইন রাখাইনকে শিক্ষা,সংস্কৃতি,ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক, উক্যলাইন রাখাইন এবং মংছেংক্য রাখাইনকে নির্বাহী সদস্য করে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রামু উপজেলা শাখা গঠন করা হয়।
অনুষ্ঠানে জেলা সভাপতি মংথেনহ্লা ছাড়াও সিনিয়র সহ সভাপতি মংক্য রাখাইন, উথেংছা রাখাইন, উবাচন রাখাইন, ছাজেনঅং রাখাইন, বুবু রাখাইনসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রামু উপজেলা শাখার অনুমোদন দেন।
অনুষ্ঠান শেষে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে রাখাইন কমিউনিটির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।