আমাদের রামু ডটকমঃ
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শ্রীমুরা গ্রামের হাজী আবদুল মজিদের ছেলে মানসিক রোগী মনিরুল আলম (৪২) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা মনিরুলকে না পেয়ে চিন্তায় পড়ে গেছে।
তারা জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে কাল কোট পরিহিত ছিল। গায়ের রং কাল। সে মানসিক রোগী। পাবনা মানসিক হাসপাতালের নিয়মিত রোগী এবং এক বছর ২ মাস পর্যন্ত মনিরুলকে সেখানে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। কিছুটা সুস্থ থাকায় বর্তমানে বাড়িতে অবস্থান করছে। সেদিন হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে কোথায় চলে গেছে মানসিক রোগী মনিরুল।
কোন সহৃদয় ব্যাক্তি মানসিক রোগী মনিরুলের খোঁজ পেয়ে থাকলে রামু বাইপাস আলহাজ্ব মজিদিয়া শপিং কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এবং খোঁজ দাতাকে পুরষ্কৃত করা হবে বলে জানান।
যোগাযোগ : আকবর আহমদ, মোবাইল নং ০১৭১৯-১৪৬০৩৬ / মো. আবদুল্লাহ, মোবাইল নং-০১৮১৫-১৫২৬১২।