প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ মহেশখালী উপজেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্তি এবং নতুন কমিটি গঠনকল্পে এক আহবায়ক পরিষদ গঠিত হয়েছে। ২২ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ উক্ত আহবায়ক পরিষদ গঠিত হয়।
এ উপলক্ষে মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় পরিষদের চকরিয়া এবং মহেশখালী উপজেলা বিষযক সাংগঠনিক সম্পাদক বাবু পটল বড়ুয়াকে আহবায়ক এবং বাবু সোনাধন বড়ুয়াকে সদস্য সচিব মনোনীত করে পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয় নয় সদস্য বিশিষ্ট একটি আহবায়ক পরিষদ ঘোষণা করেন।
উক্ত আহবায়ক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন- বাবু নিশান বড়ুয়া, বাবু নিপ্পন বড়ুয়া, বাবু রেতু বড়ুযা, বাবু মেধানন্দ বড়ুয়া, বাবু নিউটন, বাবু সনজিত বড়ুয়া, বাবু সুমন বড়ুয়া,
সভায় রাইধন বড়ুয়া, মিদুল বড়ুযা, অনিল বড়ুয়া, অনমোদর্শী বড়ুয়া, নিটু বড়ুয়া, লেডু বড়ুযা, মাদল বড়ুয়া, সাগুন বড়ুযা, তরুন বড়ুযা, আশু বড়ুযা, নিকুলাশ বড়ুযা, জাপান বড়ুযা, অমত বড়ুযা, সজল বড়ুযা, বিপুল বড়ুয়া, কাজল বড়ুয়া, জিশান বড়ুয়া, অমিতন বড়ুয়া, সনজয় বড়ুয়া, প্রমোতোশ বড়ুয়া, আকাশ বড়ুয়া, সিজল বড়ুয়া, শুভ বড়ুয়া, চিরনজীত বড়ুয়া, লেদা বড়ুয়া, রাজেস বড়ুয়া, করুন বড়ুয়া, রুপন বড়ুয়া, রবিন বড়ুয়া, প্রমথ বড়ুয়া, রিটন বড়ুয়া, সামসু বড়ুয়া, জয় বড়ুয়া, অভিসেন বড়ুয়া, নিমল বড়য়া, চাতু বড়ুয়া, প্রভাত বড়ুয়া, কালু বড়ুয়া, লেতু বড়ুয়া, রাজীব বড়ুয়া, রিপন বড়ুয়া, জীবন বড়ুয়া, রূপন বড়ুয়া, লেডু বড়ুয়া, অজিত বড়ুয়া, হিল্লোল বড়ুয়া, অমিডন বড়ুয়া, জিনরতন বড়ুয়া, রাসেল বড়ুয়া, শুক্কুর বড়ুয়া, অভিনাশ বড়ুয়া, ভাগ্যধন বড়ুয়া প্রমূখ উপস্থিত সকলে উক্ত আহবায়ক পরিষদকে সাধুবাদের সহিত সাদরে অনুমোদন করেন।
উক্ত আহবায়ক পরিষদ আগামী দুই সপ্তাহের মধ্যে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ মহেশখালী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করবেন।