আমাদের রামু ডটকমঃ
গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছে রিয়াদ উদ্দিন বাবু (১৩) নামের এক কোরআনে হাফেজ। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম কাউয়ারখোপ, বৈলতলী, মধ্যম চরপাড়া এলাকার আইয়ূব আলীর ছেলে এবং টেকনাফের হোয়াইক্যং হারাংখালী পশ্চিম মইশখালিয়াপাড়া এলাকার আজিজিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
রিয়াদ উদ্দিন বাবুর পরিবার এবং মাদ্রাসা সূত্রে জানা যায়, গত (২২ ডিসেম্বর) রবিবার সকাল ৮ টার দিকে মাদ্রাসা থেকে লজিং বাড়িতে ভাত খেতে বের হয়েছিল সে। লজিং বাড়িতে ভাত খেয়ে সে মাদ্রাসায় ফেরেনি এমনকি তার বাড়ি রামু কাউয়ারখোপেও ফেরেনি। তার সাথে মাদ্রাসার ছাত্র-শিক্ষক কারও সাথে কোন ধরনের কথা হয়নি।
লজিং বাড়ির কর্তা জানান, প্রতিদিনের মত রিয়াদ সকালে বাড়িতে এসে ভাত খেয়ে চলে গেছে। অনেক খোঁজাখোঁজি করে রিয়াদকে না পেয়ে সংবাদ মাধ্যম ও সোস্যাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন তার মা। কোন হৃদয়বান ব্যক্তির চোখে পড়লে মোবাইল নাম্বার ০১৮১৪-৩৭৬৫৮৬ অথবা ০১৮৩৪-৩২৯৯৪১ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।