শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন।
মরিচ্যা যৌথ চেকপোষ্টের কমান্ডার হাবিলদার এম বেলাল উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারমূখী যাত্রীবাহী বাস তল্লাশী চালিয় ৮ শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।