অনলাইন ডেস্কঃ
পাকিস্তানের একটি আদালত কর্তৃক মুলতানের শিক্ষাবিদ জুনায়েদ হাফিজকে তথাকথিত ব্লাসফেমির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে স্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি প্রসঙ্গে সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এর আগেও গ্লোবাল ক্যাম্পেইন করেছি। আসিয়া বিবিকে একই অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করায় তার বিরুদ্ধে পাকিস্তানে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রবল প্রতিবাদের কারণে সেই দণ্ড রহিত হয়েছিল। আমরা জুনায়েদ হাফিজের মুক্তির জন্য অনলাইনে স্বাক্ষরের আবেদন জানাচ্ছি।
তিনি আরও বলেন, এক মাসে ১ লাখ স্বাক্ষর সংগ্রহ করে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করবো। প্রেস বিজ্ঞপ্তিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মানবতার স্বার্থে আপনি আমাদের আবেদনে মন্তব্যসহ স্বাক্ষর করুন, যাতে আমরা পাকিস্তানের এক প্রতিবাদী তরুণ কণ্ঠের বিচারের নামে হত্যা রোধ করতে পারি।
সূত্রঃ বাংলা ট্রিবিউন