ক্রীড়া ডেস্কঃ
মুম্বাইয়ে হয়ে গেছে আইসিসি ক্রিকেট কমিটির দুই দিনের বৈঠক। সেখানে চারদিনের টেস্ট নিয়ে বিস্তর আলাপ হয়েছে। ২০২০ সাল সদস্য দেশগুলোর সঙ্গেও এ নিয়ে খোলামেলা আলোচনা হবে। তাদের লক্ষ্য ২০২৩ সাল থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চারদিনের টেস্ট বাধ্যতামূলক করা!
তবে এর বিরুদ্ধে সাবেক অনেক ক্রিকেটার দাঁড়িয়ে গেছেন। টেস্ট ক্রিকেট চারদিনের হলে প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে পার্থক্য থাকবে না বলে আশঙ্কা তাদের। তবে আইসিসি মনে করছে, বিভিন্ন বোর্ডের সময় বের করার ক্রমবর্ধমান দাবি। ফ্র্যাঞ্চাইজি টি২০ আয়োজনের জন্য সূচি চাওয়া। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে ভারতীয় বোর্ডসহ অন্যদের বাড়তি চাহিদা টেস্টের এই নতুন নিয়মের প্রভাবক হিসেবে কাজ করছে।
চারদিনের টেস্ট আয়োজন করলে ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত চক্রে ভালো সময় বের হবে বলেই ধারনা আইসিসির। তখন অন্যান্য ইভেন্ট আয়োজনে বাড়তি সময় দিতে পারবে আইসিসি। এছাড়া চারদিনের টেস্ট হলে এটা বৈশ্বিকভাবে আবেদন সৃষ্টির সম্ভাবনা রয়েছে। টেস্টের ধৈর্ঘ্য চারদিনে নামিয়ে আনা হলে তিন ও পাঁচ টেস্টের সিরিজও বেশি দেখা যাবে। অর্থও সাশ্রয় হবে।
চারদিনের ম্যাচ হলে প্রতিদিন ৯০ থেকে বাড়িয়ে নূন্যতম ৯৮ ওভার খেলার কথাও বলা হয়েছে। তখন কেবল মাত্র ৫৮ ওভার খেলা কম হবে। গত দুই বছরে বেশির ভাগ টেস্ট ম্যাচ চারদিনের ভেতর শেষ হয়ে যাওয়াতেই এ সিদ্ধান্তের পেছনে যৌক্তিকতা বাড়িয়েছে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৬০ শতাংশ টেস্ট চারদিনে শেষ হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্ট এ বিষয়ে বলেন, ‘আমাদেরকে অবশ্যই বিষয়টাকে ভীষণ গুরুত্বের সঙ্গে নিতে হবে। এখানে কোনোভাবেই আবেগ দ্বারা চালিত হলে চলবে না। বাস্তবটা অবশ্যই বুঝতে হবে।
সূত্রঃ সমকাল