ক্রীড়া ডেস্কঃ
বিরাট কোহলির ভারতীয় ক্রিকেট দলের বছরের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে আসামের গুয়াহাটির বারসাপুর স্টেডিয়ামে মাঠে নামার কথা প্রথম টি-টোয়েন্টিতে। কিন্তু বছরের প্রথম ম্যাচেই বৃষ্টির কবলে পড়েছে কোহলি অ্যান্ড কোং। টসের পরই বৃষ্টি হানা দেয় গুয়াহাটিতে।
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ে। তবে ম্যাচ শুরুর ঠিক আগেই বৃষ্টি নামে। ফলে ভারত-শ্রীলঙ্কার বছরের প্রথম ম্যাচই শুরু হতে চলেছে বিলম্বে।
এমনকি এই রিপোর্ট লেখার সময়ও (৯.৪৫টা) খেলা শুরু হবে কি না সে তথ্য জানা যায়নি। মাঠ উপযুক্ত নয়। রাত সোয়া ১০টা পর্যন্ত ইনস্পেকশন হবে। ততক্ষণেও খেলা শুরু করা না গেলে, বাতিল করে দেয়া হতে পারে ম্যাচটি।
উত্তর-পূর্ব ভারতে গত ক’দিন ধরেই মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির রেশ এখনও কেটে যায়নি। ফলে বৃষ্টির সম্ভাবনা ছিলই। গ্রাউন্সম্যানরা তৎপর ছিলেন শুরু থেকেই। দু’এক ফোঁটা বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই দ্রুত পিচ ঢেকে ফেলেন মাঠকর্মীরা। বৃষ্টির মাঝেই সুপার শপার দিয়ে পানি তুলে ফেলার কাজে নিয়েজিত হয় তারা। কিন্তু বৃষ্টি বাড়তে থাকলে, সেটাও সম্ভব হয়নি আর।
বৃষ্টি ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে কোহলি বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত। শুরু থেকেই শিশির থাকবে মাঠে। তবে পরের দিকে পিচ তুলনামূলক ব্যাটসম্যানদের সাহায্য করবে। বিশেষ করে ভেজা বলে টার্গেট ডিফেন্ড করা কঠিন হয়ে দাঁড়াবে। তাই রান তাড়া করাই এখানে বুদ্ধিমানের কাজ। তাছাড়া আমরা পরে ব্যাট করতে পছন্দ করি। বছরের প্রথম ম্যাচে পছন্দ মতো পরে ব্যাট করতে পারা মন্দ নয়।’
সূত্রঃ জাগোনিউজ