শহুরে রাস্তায় রোদের পারদ উঠানামা করছে,
তার সাথে পাল্লা দিয়ে ছেলেটির ঘাম।
শ্যামলী পরিবহনের ডাকাত ড্রাইভার।
ম্যারিসে আগুন জ্বালিয়ে একমনে স্টিয়ারিং ঘুরায়।
নিশ্চিন্ত মনে রাস্তা পার হয়ে যায়।
নীল রঙের দোকানে নিয়ম মেনে আসা,
দাদা, দাড়ি কেটে ফেললেন?
চলতি পথে এখনও নেশা খুঁজে।
সুন্দরী সাপের আস্ফালানে ভরপুর জীবন,
বাবায়, ফিরে আয়!
ফিরে আয় ঘরে।
নিশ্চিত জীবনে ফিরে আয়।
তবুও ছেলেটি কথা শুনেনি,
এখনও নীল দোকানে বসে ক্লান্ত হয়
জীয়নকাঠির অভিযানে।
******************************************************************************************************************
কাচলঙের তীরে
পাহাড়ী কন্যা মাথিং এর টলমলে চোখ,
সুন্দর গাল বেয়ে নেমে যায়
কাচলং নদীর পাড় ধরে।
ও চোখে বিষাদ আছে,
আছে সুন্দর স্বপ্ন।
ও মেয়ে শোনো,
আমাকে যে তুই বলেছ
রাগ করিনি মোটেই।
আমি জানি, এ তোমার প্রাণের টান।
আমার ভয় পাওয়া হাত,
চেপে ধর পিচ্ছিল পথে।
বিদায়ের সময় কাঁদবে কি?
তাহলে তোমায় নেব না কিন্তু!
সুপ্রিয়া মাথিং আমার,
কাচলঙের পাড়ে বলেছ,
মুই তুরে কুচপাং।
লেখক: ঈশান বড়ুয়া। জন্মঃ ১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর, চট্টগ্রাম। বর্তমানে ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স করছেন।