ক্রীড়া ডেস্কঃ
ভালো শুরু বড় করতে পারলেন না শ্রীলঙ্কার তিন টপ অর্ডারের কেউ। আশা জাগিয়েও সফরকারীরা পারল না বড় সংগ্রহ গড়তে। মাঝারি রান তাড়ায় ঝড় তুললেন লোকেশ রাহুল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।
ইন্দোরে ৭ উইকেটে জিতেছে ভারত। ১৪৩ রানের লক্ষ্য ১৫ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে বিরাট কোহলির দল। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
হলকার স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। বোলারদের ওপর চড়াও হওয়া আভিশকা ফার্নান্দোকে থামান ওয়াশিংটন সুন্দর। নবদীপ সাইনির গতিময় এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান আরেক ওপেনার দানুশকা গুনাথিলাকা।
ঝড়ের আভাস দিয়েছিলেন কুসল পেরেরা। হাকিয়েছিলেন তিন ছক্কা। কুলদীপ যাদবকে বেরিয়ে এসে চতুর্থ ছক্কার চেষ্টায় ফিরেন লং-অনে ক্যাচ দিয়ে। ২৮ বলে ৩৪ রান করে পেরেরা ফিরে যাওয়ার পর দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
পরের ব্যাটসম্যানরা টানতে পারেননি দলকে। প্রথম তিন ব্যাটসম্যানের পর কেউ যেতে পারেননি বিশের ঘরে।
চোট কাটিয়ে মাঠে ফেরার ম্যাচে ৩২ রানে ১ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। দারুণ বোলিংয়ে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। সাইনি ২ উইকেট নেন ১৮ রানে।
রান তাড়ায় ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন রাহুল। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিয়ে যান শিখর ধাওয়ান। ভানিদু হাসারাঙ্গার গুগলি পড়তে ভুল করে বোল্ড হয়ে ফিরেন রাহুল। ৩২ বলে খেলা তার ৪৫ রানের ইনিংস গড়া ৬ চারে।
সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি ধাওয়ানও। ৩২ রান করে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি।
তবে ভারতের অনায়াস জয়ে তা কোনো বাধা হতে পারেনি। ১৭ বলে ৩০ রান করে জয় নিয়ে ফেরেন অধিনায়ক কোহলি।
দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন পেসার সাইনি।
আগামী শুক্রবার পুনেতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪২/৯ (গুনাথিলাকা ২০, আভিশকা ২২, পেরেরা ৩৪, ওশাদা ১০, রাজাপাকসে ৯, শানাকা ৭, ডি সিলভা ১৭, হাসারাঙ্গা ১৬*, উদানা ১, মালিঙ্গা ০, কুমারা ০*; বুমরাহ ৪-০-৩২-১, ঠাকুর ৪-০-২৩-৩, সাইনি ৪-০-১৮-২, ওয়াশিংটন ৪-০-২৯-১, কুলদীপ ৪-০-৩৮-২)
ভারত: ১৭.৩ ওভারে ১৪৪/৩ (রাহুল ৪৫, ধাওয়ান ৩২, আইয়ার ৩৪, কোহলি ৩০*, পান্ত ১*; মালিঙ্গা ৪-০-৪১-০, কুমারা ৩.৩-০-৩০-১, ডি সিলভা ২-০-১৫-০, শানাকা ৪-০-২৬-০, হাসারাঙ্গা ৪-০-৩০-২)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ভারত ১-০ এ এগিয়ে
সূত্রঃ বিডিনিউজ