লাইফস্টাইল ডেস্কঃ
নিঃশ্বাসের সঙ্গে, খাবার, এমনকী পরিবেশ থেকেও আমাদের শরীরে বিষাক্ত পদার্থ জমা হয়। লিভার সক্রিয় থেকে প্রতিনিয়ত শরীর থেকে এসব জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয়। যদি কোনো কারণে লিভার এর কার্যকারিতা হারায় তাহলে এসব বিষাক্ত পদার্থ বের করতে পারে না। তখন শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। লিভারের সমস্যা হলে কিছু উপসর্গের মাধ্যমে তা প্রকাশ পায়। যেমন-
চুলকানি :
লিভারের সমস্যা হলে ত্বকে চুলকানি শুরু হয়। তবে র্যা শ বের হওয়ার আগ পর্যন্ত সাধারণত কেউ সেটা খেয়াল করেন না। র্যা শের পরিমাণ বেড়ে গেলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে।
দাঁত দিয়ে রক্ত বের হওয়া :
ব্রাশ করার সঙ্গে সঙ্গে যদি নিয়মিতই রক্তপাত হয় তাহলে বুঝতে হবে আপনার লিভার ঠিক মতো কাজ করছে না।
হরমোনের ভারসাম্য না থাকা :
পিরিয়ডের সময় বেশিরভাগ নারীর হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়।এতে ঘন ঘন মুড পরিবর্তন, ওজন কমা-বেড়ে যাওয়া, মানসিক চাপ দেখা দেয়। এ ধরনের সমস্যা থাকলে বুঝতে হবে লিভার ঠিক মতো কাজ করছে না।
অতিরিক্ত ঘাম :
অতিরিক্ত ঘামলেও বুঝতে হবে লিভার কার্যকারিতা হারাচ্ছে।
নিঃশ্বাসে দুর্গন্ধ :
লিভার সমস্যা হলে নিঃশ্বাসে দুর্গন্ধ দেখা দেয়।
অতিরিক্ত মাথা ঘোরা :
যদি ঘন ঘন মাথা ঘোরার সমস্যা হয় তাহলে বুঝতে হবে লিভার দুর্বল হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
সূত্রঃ সমকাল