এম.এ আজিজ রাসেল:
কিশোরিদের জন্য বিনিয়োগ, আগামি প্রজন্মের জন্য সুরক্ষা’ শ্লোগানে বিশ্ব জনসংখ্যা দিবসে শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ জুলাই ২০১৬ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী আবদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। এবার পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদানের জন্য জেলার ৪টি প্রতিষ্টানকে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
এতে বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন খান আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আমীর হোসেন। বক্তব্য রাখেন এক্সপাউরুলের প্রধান নির্বাহী প্রকৌশলী কানন পাল, কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন সরকার।
এবার পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশখালী মাতারবাড়ির মাস্টার মোহাম্মদ উল্লাহ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে তছলিমা খানম মিনু, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সূর্যের ক্লিনিক টেকনাফের সোলতানা ও সিভিডি কার্যক্রমে এফপিএবিকে সম্মাননা সদন প্রদান করা হয়।