নীতিশ বড়ুয়া, রামুঃ
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম এলাকা কচ্ছপিয়া ইউনিয়নে নবনির্মিত ‘দোছড়ি আব্দুল হাকিম চেয়ারম্যান সেতু, বিভিন্ন রাস্তা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এ উপলক্ষে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল বলেন, আব্দুল হাকিম চেয়ারম্যান আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হাকিম চেয়ারম্যানের স্মৃতি রক্ষায় বাঁকখালী নদীর উপর দোছড়ি সেতুটি তাঁর নামে নামকরণ করা হয়েছে। তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন।
এমপি কমল বলেন, কচ্ছপিয়ার নেতৃবৃন্দের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। আগামী দু’বছরের মধ্যে এ এলাকার সকল প্রকার উন্নয়ন কাজ সমাপ্ত করতে হবে উল্লেখ করে এমপি কমল কচ্ছপিয়ায় একটি কলেজ করার কথা ঘোষনা দেন। মাদক, ডাকাত,চোর, ছিনতাইকারির বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কচ্ছপিয়াকে শ্রেষ্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে হবে।
সাইমুম সরওয়ার কমল এমপি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তোলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোলমডেল। দেশের উন্নয়নের সাথে কক্সবাজারের সদর ও রামু উপজেলাও উন্নয়নে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলকে জননেত্রী শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান তিনি।
১৯ জানুয়ারী, রবিবার বেলা ১২ টায় এমপি কমল কচ্ছপিয়ায় পৌঁছলে ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতা-কর্মী প্রিয়নেতাকে ফুলেল স্বাগত জানান। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এম. সেলিমের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে এমপি কমলকে বরণ করে নেন।
সাইমুম সরওয়ার কমল এমপি কচ্ছপিয়া পৌঁছে প্রথমে গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসায় চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভার শুরুতে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এমপি কমলসহ অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আইয়ুব স্বাগত বক্তব্য রাখেন। সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থীদের ফইজুল শিল্পী গোষ্ঠী এমপি কমলকে স্বাগত জানিয়ে পরপর দু’টি স্বাগত সংগীত পরিবেশন করেন।
পরে তিনি একে একে হাইস্কুল পাড়া রাস্তা বিসি দ্বারা, মৌলভীকাটা আল গিফারী আদর্শ দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শন, দক্ষিন মৌলভীকাটা কেন্দ্রীয় জামে মসজিদ নির্মান কাজ পরিদর্শন, হাজ্বীর পাড়া বিডিআর ক্যাম্প রাস্তা বিসি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। বিকাল ৪ টায় দোছড়ি আব্দুল হাকিম চেয়ারম্যান সেতুর আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে নবনির্মিত সেতুর উত্তর পাড়ে আয়োজিত এক বিশাল জন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে প্রধান বক্তার বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম।কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রামু উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম,
কক্সবাজার জেলা পরিষদের সদস্য সামশুল আলম চেয়ারম্যান, নুরুল হক, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোং, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন কমিটির সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনচারুল হক ভুট্টো, ফতেঁখারকুল স্বেবেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, কচ্ছপিয়া শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম কাজল, তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম. সেলিম, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, কচ্ছপিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনিরুল আলম, শ্রমিকলীগ সভাপতি আবু তালেব, তাঁতীলীগ সভাপতি জাফর আলম, ছাত্রলীগের সভাপতি হেলাল সিকদার, সাধারণ সম্পাদক লবা কর্মকার প্রমুখ।
জনসভা শেষে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যান গোল্ডকাপ ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তোলে দেন।