নীতিশ বড়ুয়া, রামুঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে কক্সবাজারের রামুতে সংবর্ধনা দেয়া হয়েছে। কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ।
বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি রামু বাইপাস ফুটবল চত্বরে পৌঁচলে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে নেতা-কর্মীরা প্রিয়নেতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় হাজারো নেতা-কর্মী ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘কাদের ভাইয়ের আগমন-শুভেচ্ছা স্বাগতম’, ‘কমল ভাইয়ের পক্ষ থেকে-লাল গোলাপ শুভেচ্ছা’ ধ্বনিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে রামু বাইপাস চত্বরকে। মন্ত্রী ওবায়দুল কাদের রামুবাসির ভালবাসায় সিক্ত হয়ে ফুটবল চত্বরে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত বিশাল পথ সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক। বাংলাদেশ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সাংবাদিক আব্দুল মাবুদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. মোজাফ্ফর আহমদ হেলালী, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সওদাগর, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, নুরুল হক, উপজেলা যুবলীগ নেতা নবিউল হক আরকান, রামু শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম কাজল, রামু স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনচারুল হক ভুট্টো, রামু তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজিজুল হক আজিজ, রামু বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাছান ইয়াছিন, ছাত্র ফেডারেশন সভাপতি মাকছুদুর রহমান সাগর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।