ক্রীড়া ডেস্কঃ
রাত পোহালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। কোন দল কি ভাবছে? দু দলের চিন্তা-ভাবনা, লক্ষ্য-পরিকল্পনা কি? উইকেট কেমন? এবং কন্ডিশন ও প্রতিপক্ষর শক্তি-সামর্থ্যের কথা ভেবে নাকি নিজেদের শক্তির কথা চিন্তা করে একাদশ সাজানো হবে? কোথায় প্রেস কনফারেন্সে এসব প্রশ্ন হবে, তা না সবার আগেই উঠলো নিরাপত্তা ইস্যু।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে পাকিস্তান মিডিয়া থেকে ছুড়ে দেওয়া প্রশ্ন- ‘আচ্ছা, নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা নিয়ে আপনার ও দলের চিন্তাভাবনাই বা কি?’
মাহমুদউল্লাহ রিয়াদের সোজাসাপটা জবাব, ‘নিরাপত্তার বিষয়টা আমরা বাংলাদেশেই রেখে এসেছি। আমরা এখানে খেলতে এসেছি। আমরা এখন শুধুমাত্র মাঠের খেলা নিয়েই চিন্তা করছি। পাকিস্তানের মাটিতে ভালো খেলাই মূল লক্ষ্য আমাদের।’
তারপরই প্রশ্ন আসলো নিরাপত্তা নিয়ে কোনোরকম সমস্যায় পড়েছেন কি না? আর পাকিস্তানের নেয়া নিরাপত্তাব্যবস্থা কতটা সন্তোষজনক? যে নিরাপত্তার চাদর বিছানো হয়েছে, সেটা আবার অস্বস্তির কারণ হচ্ছে না তো?
বাংলাদেশ ক্যাপ্টেন রিয়াদ অকপটে স্বীকার করেছেন, এত কড়া ও কঠিন নিরাপত্তার ভেতরে আগে খেলার অভিজ্ঞতা নেই তাদের। তাই তার সোজা কথা, ‘আসলে আমরা আগে কখনও এমন পরিস্থিতির মধ্যে পড়িনি।’
প্রাথমিকভাবে এই নিরাপত্তা বেষ্টনী ভালোই লেগেছে মাহমুদউল্লাহর। তিনি মোটেই অস্বস্তিবোধ করছেন না জানিয়ে রিয়াদ বলেন, ‘আমি এটা বেশ উপভোগ করছি। নিরাপত্তার দিক থেকে আমার মনে হয় পাকিস্তান তাদের সেরাটাই দিচ্ছে আমাদের। তাই আমরা এখন খুশি সব ব্যবস্থা নিয়ে।’
আরও একজন ঘুরে ফিরে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন করলে টাইগার ক্যাপ্টেন আবার সেই আগের মত করেই বলে ওঠেন, ‘ঐ যে আমি যেটা বললাম, বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই আমরা মাঠের বাইরের সবকিছু ভুলে গিয়েছি। আমরা এখন পাকিস্তানে ভালো ক্রিকেট খেলার জন্য তৈরি। ছেলেরাও সে কথাই ভাবছে এখন।’
জাগোনিউজ