অনলাইন ডেস্কঃ
শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হওয়া ওবায়দুল কাদের ছাড়া পেয়েই চলে গেলেন সংবাদ সম্মেলনে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়াবলী নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখনও তার এক হাতে ক্যানুলা লাগানো ছিল।
শুক্রবার সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন কাদের। পরদিন সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে।
এরমধ্যে শনিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হয়ে যায়। এই নির্বাচনে ভোটের হার কম হওয়ায় তা ভাবনার বিষয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এর আগে গত বছর ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়েই বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা।
অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
কয়েকদিন চিকিৎসার পর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়। চিকিৎসার জন্য তখন আড়াই মাস তাকে সিঙ্গাপুরে থাকতে হয়।
সূত্রঃ বিডিনিউজ