হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে গর্জনিয়া ইউনিয়ন থেকে চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের বাড়ি চকরিয়ার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ায়। তার বাবার নাম মাওলানা উমর। সাইফুলের প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আটক করা হয়েছে।