প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু উপজেরার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের বাসিন্দা, প্রবীন আওয়ামীলীগ নেতা রমিজ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার-৩ ( সদর- রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। রমিজ আহমদ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহহির… রাজেউন।
খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে সাইমুম সরওয়ার কমল এমপি মনিরঝিল গ্রামে আওয়ামী লীগ নেতা রমিজ আহমদের বাড়িতে ছুটে যান। এসময় মরহুমের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্য পরিলক্ষিত হয়। এমপি কমল কিছুক্ষণ মরহুমের পাশে নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি স্থানীয় জনতার সাথে মনিরঝিল গ্রামের বিভিন্ন সমস্যার বিষয়ে আলাপ করেন।
তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি মরহুম আওয়ামী লীগ নেতা রমিজ আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।