প্রেস বিজ্ঞপ্তিঃ
জ্ঞানান্বেষণ পাঠাগার’র বাৎসরিক মুখপত্র ‘যুক্তি’র ২য় সংখ্যা প্রকাশিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ জ্ঞানান্বেষণ পাঠাগার প্রাঙ্গণে যুক্তি ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উক্ত মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জ্ঞানান্বেষণ পাঠাগারের বিশেষ পাঠক সদস্য সুশীল বড়ুয়া ও কাশীমোহন বড়ুয়া।
তাছাড়া পাঠাগারের সাবেক সভাপতি শিপ্ত বড়ুয়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া পাঠাগারের সকল পাঠক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আড্ডা, গান ও যুক্তির ২য় সংখ্যায় লেখক তাসফিয়া আবেদীন লোভা ও ফয়েজী আনোয়ারা সুরভী তাদের স্বরচিত কবিতা পাঠ করেন উক্ত অনুষ্ঠানে।
জ্ঞানান্বেষণ পাঠাগারের সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া’র সঞ্চালনায় উক্ত মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি অজয় বড়ুয়া, যুক্তি’র ২য় সংখ্যার প্রকাশক হৃদয় বড়ুয়া ও সম্পাদিক পিয়াল বড়ুয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ।
২০ টাকা শুভেচ্ছা মূল্যে ২য় সংখ্যা পাওয়া যাবে পাঠাগারে ও রামু খবর বিতানে। তাছাড়া অনলাইনে পাঠাগারের ওয়েবসাইটে পাওয়া যাবে।