প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার এন্টারপ্রেনিয়রস ফোরামের সিনিয়র সদস্য ও কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক জনাব আজমল হুদা কক্সবাজার জেলার ক্রীড়াবিদদের কেন্দ্রস্থল, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য হিসেবে পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ায় কক্সবাজার এন্টারপ্রেনিয়রস ফোরাম সেফ এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ ২৪ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় ঝাউতলাস্থ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সংগঠনের সভাপতি বেলাল ভুট্টোর নেতৃত্বে সাথে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর আলম, সহ সাধারন সম্পাদক লিটন দেবনাথ সৈকত, কমিউনিকেশন সম্পাদক সায়মন কামাল, সদস্য জিকু পাল।
সংগঠনের নেতৃবৃন্দ অগ্রজ সংগঠক জনাব আজমল হুদার উত্তরোত্তর অগ্রগতি মহান আল্লাহ তায়ালার অসীম রহমতে সমৃদ্ধি কামনা করে। সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন আজমল হুদার অসীম মেধা ও আন্তরিক ভালোবাসা মাধ্যমে কক্সবাজারের খেলাধুলার উন্নয়নের মাধ্যমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দান বিশ্বের দরবারে অনন্য স্থান লাভ করবে।