এ.এম হোবাইব সজীব, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় গত ৭ মে অনুষ্টিত উপজেলার উপকুলীয় অঞ্চলের ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডের মেম্বারদের শপথ অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।
উপকূলীয় নির্বাচিত ছয় ইউনিয়নের নির্বাচিত ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের ১৮ জন ও সাধারণ ওয়ার্ডের ৫৪ জন মেম্বারকে শপথ বাক্য পাঠ করান কক্সবাজার জেলা প্রশাসক মো.আলী হোসেন।
উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহেদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
গত ৭ মে অনুষ্টিত চকরিয়া উপজেলার উপকুলীয় অঞ্চলের ছয় ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন নারী ও সাধারণ ওয়ার্ডে ৫৪জন পুরুষ মেম্বার পদে বিজয়ী হয়েছেন।
উপকূলীয় ছয় ইউনিয়নে চেয়ারম্যানরা হলেন, উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, ঢেমুশিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, কোনাখালী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদার, বিএমচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম জাহাংগীর আলম, পুর্ববড় ভেওলা ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল ও বদরখালী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান প্যানেল চেয়ারম্যান খাইরুল বশর।