নীতিশ বড়ুয়া, রামুঃ
একুশে পদকপ্রাপ্ত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর শবদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল রামুতে যান। অনুষ্ঠানস্থলে পৌঁছে উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
পরে অনিত্য সভা ও স্মৃতিচারণ মঞ্চে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দেশের সকল সম্প্রদায়ের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আশীর্বাদ কামনা করে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি বেগম জিয়া বাইরে থাকতো ২০১২ সালের মতো আজও এখানে ছুটে আসতেন।
এসময় বিএনপি’র স্থায়ি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, বিএনপি নেত্রী জেবা খাঁন, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও রামু-কক্সবাজার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।