নীতিশ বড়ুয়া, রামুঃ
ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি, একুশে পদকে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, ২৮তম সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথের প্রয়াণ করেছেন। (অনিচ্চা বত সংখারা……. বয়ধম্মিনু)। তিনি মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহাপ্রয়ানকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ার এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বংঘ চন্দ্র বড়ুয়া এবং মাতার নাম রেবতী বালা বড়ুয়া। তিনি প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের’র একজন স্বনামধন্য শিষ্য। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের জীবদ্দশায় অতীশ দীপঙ্কর স্বর্ণ পদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহত্মা গান্ধী শান্তি পদক (২০০৭), সমাজসেবায় একুশে পদক (২০১২) ছাড়াও দেশ-বিদেশে শান্তি, স্বর্ণপদকসহ অনেক সম্মাননা লাভ করেছেন।
এদিকে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁর পারলৌকিক উর্ধ্বগতি ও নির্বাণ সূখ কামনা করেছেন- উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত প্রিয়রত্ন মহাথের, নির্বাহী সভাপতি সুনন্দপ্রিয় থের, অর্থ সম্পাদক শীলপ্রিয় থের, প্রজ্ঞানন্দ থের, প্রধান সমন্বয়কারী তরুণ বড়ুয়া, উর্ধ্বতন সহ-সভাপতি অরূপ বড়ুয়া কালু, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু সহ অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ ও সকল উপ-পরিষদের নেতৃবৃন্দ।
শোকবার্তায় উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ নেতৃবৃন্দ জানান, উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়কে হারানোর শোক কাটতে না কাটতেই সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র প্রয়াণ আমাদেরকে ব্যথিত করেছে। অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতির মানুষ গুলো একে একে চলে যাওয়ায় বাংলাদেশের বৌদ্ধদের অপুরনীয় ক্ষতি হচ্ছে।