আন্তর্জাতিক ডেস্কঃ
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্তার।
দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদেনে এতথ্য জানিয়েছে।
রোববার রিয়েস্তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছেন।
জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ফ্রান্সে নতুন করে আরও ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৪১৬ জনে। এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৯ জন; মৃত্যু হয়েছে ৪০১৮ জনের।
সূত্রঃ জাগোনিউজ