আল মাহমুদ ভূট্টো, রামুঃ
মুজিব শতবর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রামু উপজেলা পরিষদ প্রাঙ্গনে তৈরি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ম্যুরাল। ১৭ মার্চ
জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্থাপিত‘বঙ্গবন্ধু’র এ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হবে। এছাড়া রামু উপজেলা প্রশাসন আয়োজিত নানা অনুষ্ঠানমালায় রয়েছে র্যালী, শিশু সমাবেশে কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভায় কেক কেটে বঙ্গবন্ধু’র ১০০তম জন্মশত বার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।