প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রামু উপজেলা যুবলীগ দিনব্যাপী নানান কর্মসূচী পালন করেছে।
রামু উপজেলা যুবলীগ সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার নেতৃত্বে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় রামু উপজেলা যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় এ কর্মসূচী।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও রাত ৮টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর জন্মশতজন্মবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে রামু উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেয়।