নিজস্ব প্রতিবেদকঃ
করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্য স্থবির থাকায় কক্সবাজার জেলায় সকল ধরণের ক্ষুদ্রঋণ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। রোববার এই নির্দেশ দিয়েছেন তিনি। এর ফলে ক্ষুদ্রঋণ লগ্নকারী প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের ঋণকিস্তি স্থগিত রাখতে হবে। বিভিন্ন ব্যাংকও এর আওতায় রয়েছে।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে কক্সবাজারের পর্যটন ব্যবসাসহ সব প্রায় সব ধরণের আর্থিক কার্যক্রম স্থবির রয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকরা বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ব্যাংকের ঋণের কিস্তি শোধ করতে পারছে না। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরাসহ ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। এই বিষয়টি নজরে এলে ঋণগ্রহীতাদের দুর্ভোগ থেকে মুক্ত রাখতে সকল ধরণের ক্ষুদ্রঋণ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
একই সাথে কক্সবাজার জেলায় কর্মরত এনজিওগুলোকেসভা-সেমিনার, বা যেকোন ধরনের জনসমাগম হতে বিরত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, করোনার প্রভাবের কারণে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র ‘লকডাউন’ করা হয়েছে।