স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজারে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। কচ্ছপিয়ার স্বেচ্ছাসেবী যু্বকেরা মহতী এই উদ্যোগটা নেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান ও গর্জনিয়া ইউনিয়ন বীট পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী নিজেরাই স্প্রে করেন। সকাল ১১টা থেকে আরম্ভ হয়ে ওই জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। এরই মধ্যে জীবাণুমক্ত হয়ে উঠে গর্জনিয়া বাজারের প্রধান সড়কের পাশাপাশি অলিগলি ও দোকান পাঠ।
কার্যক্রমে অংশ নেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব, এএসআই মোনজুর এলাহী, দক্ষ পুলিশ কনস্টেবল আব্দুল মালেক, সংবাদকর্মী জয়নাল আবেদীন, কামরুল আহসান(সোহেল) শাহ নেওয়াজ, লবা কর্মকার,আনিসুল ইসলাম (জাসেল) রাহুল সিকদার, তাওহীদুল ইসলাম, মাহাবুব আলম, আব্দুর রহিম প্রমূখ।
স্বেচ্ছাসেবক শাহ নেওয়াজ, লবা কর্মকার ও আনিসুল ইসলাম (জাসেল) বলেন- এলাকায় করোনাভাইস সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সবাইকে সুরক্ষিত রাখতে তাঁদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।