অনলাইন ডেস্কঃ
‘মুসলমানদের জন্য করোনাভাইরাস কোনো আতঙ্কের কারণ নয়, বরং একটি বিশেষ গোষ্ঠীর জন্য কঠিন আজাব-গজব।’
রাজধানীর বিভিন্ন এলাকায় এই শিরোনাম সম্বলিত লিফলেট প্রচারের দায়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে একজন এবং মৌচাক মার্কেটের সামনে থেকে ৫ জনকে আটক করা হয়।
তবে প্রাথমিকভাবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। এ সময় প্রচারের জন্য ব্যবহৃত একটি ছোট পিকআপ ভ্যান ও বিপুল পরিমাণ লিফলেট জব্দ করে পুলিশ।
পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার এসি (পেট্রল) জাবেদ ইকবাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথমে ঢাকা মেডিকেলের সামনে থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মৌচাক মার্কেটের সামনে থেকে আরও ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গুজব সম্বলিত বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়েছে।
লিফলেটে আরও লেখা রয়েছে, করোনাভাইরাস ছোঁয়াচে কোনো রোগ বা মহামারি নয়, বরং একটি বিশেষ গোষ্ঠীর ওপর আরোপিত এক মহাগজব। ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে কিছু নেই।
লিফলেটে ‘প্রচারে: আল মাজলিসুল আযামীইউ লি-মুহাফাযতিল মাসজিদিল হারাম। ঠিকানা: পবিত্র মাইয়্যিদুল আইয়দ শরীফ গেট, ৫/১, রাজারাগ শরীফ, ঢাকা ১২১৭’ লেখা আছে।
এসি জাবেদ ইকবাল বলেন, তারা অপপ্রচার চালিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করছিল। সরকার যেখানে সবাইকে ঘরে থাকার জন্য বলছে, সেখানে তারা জমায়েত করার আহ্বান জানাচ্ছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসি শেখ মোহাম্মদ শামীম বলেন, তারা রাজধানীতে একযোগে ৩২টি গাড়ি নিয়ে প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছেন। আমরা ডিএমপির প্রতিটি থানা এলাকায় ইতোমধ্যে বার্তাটি পাঠিয়ে দিয়েছি। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
সূত্রঃ জাগোনিউজ