ইউনিয়ন প্রতিনিধি :
রামুর গর্জনিয়া ইউনিয়নে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীকে সভাপতি এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কেন্দ্রিয় কর্মসূচির আওতায় এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইউছুফ (মেম্বার)।
নবগঠিত এ কমিটিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, নারী, ছাত্র, তরুন যুবক সহ সর্বস্তরের জনতা ও সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার বিকালে গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইউছুফ ওই সভায় সভাপতিত্ব করেন।
রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এবং সন্ত্রাস প্রতিরোধ কমিটির রামু উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল এসবের সতত্য নিশ্চিত করে বলেন, বিএনপি জামায়াত জোট দেশজুড়ে চলমান হত্যা, গুপ্ত হত্যা, টার্গেট কিলিং, বিদেশী নাগরিকদের হত্যা, ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা, বোমাবাজির মতো ঘৃন্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
এভাবে তারা দেশকে অস্থিতিশীল ও বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। ধর্মের নামে জঙ্গি ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত কমিটিগুলো রামুতে এ ধরনের সকল অপকর্ম দৃঢ়ভাবে রুখে দেবে।